বাগেরহাটে শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃত্যুকালীন সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার খানজাহানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী নাজমা খাতুনের মৃত্যুতে তার পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। এসময়, বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার মোঃ হিশামুল হক, শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ঝিমি মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, খুরশিদ জাহান জুই, মাসুদ ফকিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতি প্রতিষ্ঠার পর থেকে সমিতির সদস্যদের মধ্য থেকে কেউ মৃত্যুবরণ করলে সহায়তা প্রদান ও অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা করে আসছে।