বাগেরহাট সদরে সাড়ে ৬ কিলোমিটার খালের পাড়ে ফলজ গাছের চারা রোপন করা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রামবাবুর খালের পাড়ে গাছের চারা রোপন কর্মসুচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বাগেরহাটের সহকারি প্রকৌশলী মো. শাহজাহান কবির, ঠিকাদার মো. সাইফুল ইসলাম পাভেল প্রমূখ।
আয়োজকরা জানান, উপকুলীয় এলাকায় বনায়ন কর্মসুচির আওতায় বিএডিসির উদ্যোগে ফলজ চারা রোপন কর্মসূচি বাস্তবায়ন করছে। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় এবার প্রায় সাড়ে ৩ হাজার নারিকেল, চালতা, আমলকি, আমড়া, কতবেলসহ বিভিন্ন গাছের চারা রোপন করা হচ্ছে।