ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ইলিয়াস নোমানকে (৩০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে আংশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গ হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ-বাড়া সড়কের যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসার সামনে। এ ঘটনায় আহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে ঔদিন রাতেই যুবলীগ, ছাত্রলীগসহ নয় জনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।
পরে হামলার ঘটনার সাথে জড়িত যশরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সারোয়ার জাহান ধনুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আহত ইলিয়াস নোমান যশরা গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎতের নতুন লাইন সংযোগকে কেন্দ্র করে যশরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সারোয়ার জাহান ধনু ও স্থানীয় ছাত্রলীগকর্মী রাকিব মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বেচ্ছাসেবকলীগ নেতা ইলিয়াস নোমানের। ভালুকায় থেকে শিবগঞ্জ বাজার হয়ে নিজ বাড়ি যশরা গ্রামে ফেরার পথে পুর্ব বিরোধের জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ওত পেতে থাকায় সন্ত্রাসীরা।
আহত সেচ্ছাসেবকলীগ নেতার স্ত্রী মাহমুদা আক্তার আরও জানান, সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামী ইলিয়াস নোমানকে কুপিয়েছে। মারাত্বক জখমের কারণে তার বাম হাত কব্জি থেকে কেটে ফেলতে হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আহসান হাবিব জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামি গ্রেফতারের জন্য এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।