দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক ঘটনায় অভিনব পন্থায় ইজিবাইক ও ব্যাটারীচালিত রিকশাভ্যান চুরি হয়েছে। এ চুরির ঘটনা দু’টি গত ২রা সেপ্টেম্বর সোমবার ঘটেছে।
জানা গেছে, গত সোমবার দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের ঘুণিপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে রুবেল হোসেনের ইজিবাইক জনৈক বোরকা পরিহিত মহিলা রাণীরবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর শহরে যাওয়ার জন্য রির্জাভ ভাড়া করে। সৈয়দপুর শহরে পৌঁছার পূর্বেই ওই মহিলা তার পরিচিত ব্যক্তিকে মুঠোফোনে কথা বলে সৈয়দপুর শহরে আসতে বলে। সৈয়দপুর শহরে পৌঁছার পর ওই মহিলা রুবেলকে পান আনার জন্য ১০ টাকা দেয়। এ সময় রুবেল টাকা নিয়ে পান ক্রয়ের জন্য দোকানে যাওয়ার সুযোগে ওই মহিলা তার ইজিবাইকটি নিয়ে লাপাত্তা হয়ে যায়। সৈয়দপুর শহরে অনেক খোঁজাখুঁজি করেও ওই মহিলা এবং ইজিবাইকের সন্ধান মিলেনি।
অপরদিকে, একইদিন দুপুরে উপজেলার নশরতপুর গ্রামের তেগআলী শাহ্ পাড়ার আতাউর রহমান ওরফে আতার ছেলে নুরনবীর ব্যাটারীচালিত রিকশাভ্যান রাণীরবন্দর থেকে উপজেলার বেকীপুল যাওয়ার কথা বলে ভাড়া করে দু’ব্যক্তি। বেকীপুল যাওয়ার পর তারা তাকে চম্পাতলীবাজারে নিয়ে যায়। এর একপর্যায়ে তারা তাকে নীলফামারীর সৈয়দপুর উপজেলাস্থ চিকলীবাজারে নিয়ে গিয়ে ওইবাজারের পার্শ্বস্থ ইটভাটার পাশে নিয়ে হাত-পা বেঁধে অচেতন করে রিকশাভ্যানটি নিয়ে লাপাত্তা হয়ে যায়। রাতে এ সংবাদ পেয়ে নুরনবীর পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ দু’টি ঘটনায় রাণীরবন্দরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং চালকদের মধ্যে অভিনব পন্থায় চুরি আতঙ্ক বিরাজ করছে। একই দিনে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের চার্জার ভ্যানটি তার বাড়ির সামনে থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়। বেশ কয়েকজন রাজনৈতিক ব্যাক্তি জানান, বেশ কিছুদিন থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদটি শুন্য থাকায় বর্তমানে চুরির সংখ্যা আশংকাজনক ভাবে বেড়ে গিয়েছে।