দিনাজপুরের চিরিরবন্দরে পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির অফিসে নৈশ প্রহরী মসলেম উদ্দিনের(৫৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
কেন্দ্রীয় সমবায় সমিতি চিরিরবন্দর শাখার চেয়ারম্যান আলহাজ¦ মোকাররম হোসেন মুকুল জানান, গত ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে অফিসে ডিউটিরত থাকাকালে কোন একসময় তিনি মৃত্যুবরণ করে থাকতে পারেন। দিনের অফিস পিয়ন তপু সকাল ৯ টায় অফিসে এসে ঘরের ভিতর ছিটকিনি লাগানো দেখে ও কোন সাড়া শব্দ না পেয়ে সংবাদ দেন। তিনি এসে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করালে প্রশাসনের লোকজন ও পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল করে। এরপর মরদেহ চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা করে পরিবারের কারও আপত্তি না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সংবাদ পেয়ে বিআরডিবির দিনাজপুর উপ-পরিচালক রেজিনা আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী,সহকারি কমিশনার(ভূমি) মোঃ মেজবাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু রাহাত সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অফিস সমূহে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।