খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যুবলীগনেতা প্রসেন ঢালীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সোমবার উপজেলা যুবলীগের এক বিশেষ জরুরী সভায় সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে প্রসেনের বিরুদ্ধে সাংগঠনিক এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় একই সাথে তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার কথা বলা হয়। উল্লেখ্য, সম্প্রতি যুবলীগনেতা প্রসেন মাদক সেবন করছে এমন একটি ভিডিও মামুন হাসান নামে এক ফেসবুক আইডিতে প্রকাশিত হয়। আইডিতে প্রসেনকে মাদক ব্যবসায়ী উল্লেখ করা হয়েছে। এমনকি স্থানীয় এক ইউপি চেয়ারম্যন তার মাদক ব্যবসার সাথে জড়িত বলে লেখা হয়েছে। এমন লেখাসহ ভিডিও ভাইরাল হলে বিষয়টি স্থানীয় দলীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে উপজেলা যুবলীগ তাৎক্ষণিক জরুরী সভা করে প্রসেনের বিরুদ্ধে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয় বলে উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত জানিয়েছেন।