রণাঙ্গণ কাঁপানো বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকার বয়সের ভারে বিভিন্নরোগে আক্রান্ত হয়ে আজ বিনাচিকিৎসায় শষ্যাশয়ী অবস্থায় পরে রয়েছেন। সরকারীভাবে বরাদ্দকৃত ভাতার টাকায় চলে তার তিন পুত্র ও এক কন্যার পড়াশুনা ও অভাবের সংসার। তাই অর্থাভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা মুক্তিযোদ্ধার পরিবারের।
মুক্তিযোদ্ধার সু-চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলীয় মুজিব বাহিনীর প্রধান, জাতির পিতার ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহর আশু হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পরিবারের সদস্যরা।
সূত্রমতে, ৭১’র টগবগে যুবক ক্ষিতিশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সারাদিয়ে নিজেকে যুক্ত করেছিলেন পরাধীনতার কবল থেকে দেশকে মুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষে লাল-সবুজের বিজয়ী পতাকা নিয়ে বাড়ি ফিরে দেখতে পান পাক হানাদাররা তার একমাত্র বসত ঘরটি আগুনে পুড়িয়ে দিয়েছে। ওইসময় কোনো সম্বলও ছিলোনা তার একখানা ঘর তোলার। সংসারের হালধরতে বাধ্য হয়ে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন দিনমজুরের কাজে। একটি বসত ঘরের অভাবে সেই থেকে অদ্যবর্ধি স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। ক্ষিতিশের স্বপ্ন ছিলো বসত ঘর তুলবে, বৃদ্ধ বয়সে সেখানে শান্তিতে শেষনিঃশ্বাস ত্যাগ করবেন। সে আশা তার পূরণ হয়নি।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের গৌরাঙ্গ লাল সরকারের পুত্র ক্ষিতিশ সরকার মুক্তিযুদ্ধে বিজয়ী হলেও জীবন সংগ্রামে হয়েছেন পুরোপুরি পরাজিত। বর্তমানে কথা বলার শক্তিটুকুও তিনি হারিয়ে ফেলেছেন। অর্থাভাবে পরিবারের সদস্যরা উন্নত কোন চিকিৎসা করাতে পারছেনা। সরকারীভাবে বরাদ্দকৃত ভাতার টাকায় কোনমতে চলে তার তিন পুত্র ও এক কন্যার পড়াশুনা ও সংসারের খরচ।
মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের স্ত্রী মেনুকা সরকার জানান, গত একবছর পূর্বে তার স্বামী ক্ষিতিশ অসুস্থ হয়ে পরলে তাকে ডাক্তার স্টোক করার কথা জানিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ক্ষিতিশের চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন বলেও জানিয়েছিলেন ওই চিকিৎসক। কিন্তু টাকার অভাবে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় তাকে। নুন আনতে পান্তা ফুরানো ক্ষিতিশের পরিবারে এত টাকা যোগাড় করা ছিলো অসম্ভব। তাই চিকিৎসাবিহীন অবস্থায় ক্ষিতিশ চলতি বছরের আগস্ট মাসের প্রথমদিকে পুনরায় ব্রেণ স্টোক করেন।
ক্ষিতিশের কন্যা ললিতা সরকার বৃষ্টি বলেন, তার বাবার উন্নত চিকিৎসা করাতে না পারায় দ্বিতীয়বার অসুস্থ হওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অর্থের অভাবে তার বাবা মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের ভালো চিকিৎসা করাতে না পেরে তাকে আগৈলঝাড়ার ভাড়া বাসায় নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসাবিহীন অবস্থায় শষ্যাশয়ী রয়েছেন মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকার। বৃষ্টি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফায় বসত ঘর বরাদ্দ করলেও তাদের ভাগ্যে তা জোটেনি।
আশ্রয়হীন মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের পরিবার মুক্তিযোদ্ধা ও তার প্রজন্মের বসতির জন্য একটি ঘর ও তার তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের সার্বিক পরিস্থিতির কথা স্বীকার করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জনকণ্ঠকে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর জন্য ইতোমধ্যে মুক্তিযোদ্ধা ক্ষিতিশ সরকারের পুরো ঘটনাটি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।