বিয়ে পাগল নারীর (চাচাতো বোন) হাত থেকে বাঁচতে চান জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবদুল হালিম। ইতোমধ্যে মিথ্যে অভিযোগে ওই প্রভাষককে হয়রানী শুরু করেছে ওই নারী। এজন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা প্রভাষক আবদুল হালিম সাংবাদিকদের জানান, ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত হওয়ায় তার সম্পদের উপর লোলুপ দৃষ্টি পরে বংশিয় এক চাচাতো বোনের। তারই ধারাবাহিকতায় ওই চাচাতো বোন তাদের বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত করতো। গত কয়েক দিনপূর্বে ওই চাচাতো বোন তার (হালিম) মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। বিষয়টি তিনি (হালিম) জানার পর ওই চাচাতো বোনকে কোনক্রমেই বিয়ে করতে পারবেনা জানিয়ে তার বাড়িতে আসতে নিষেধ করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অতিসম্প্রতি বিয়ে পাগল ওই নারী তাকে হয়রানীর উদ্দেশ্যে এলাকায় নানা অপপ্রচার শুরু করেছে।