বিভাগের জেলা ও উপজেলার সরকারী এবং প্রাইভেট হাসপাতালগুলোতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা আগের তুলনায় কমতে শুরু করেছে। তবে ডেঙ্গু পুরোটা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সর্তকাবস্থায় রয়েছে।
স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের জেলা ও উপজেলায় গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত) মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ জন। এরমধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। সবমিলিযে বিভাগের সরকারী ও প্রাইভেট হাসপাতালগুলোতে বর্তমানে ২২০জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এপর্যন্ত বিভাগে চার হাজার ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যারমধ্যে মারা গেছেন ১১ জন।