ডেঙ্গু রোগে আক্রান্ত স্বামীকে বাঁচাতে গিয়ে রহিমা বেগম (৬০)নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। তার স্বামী ইয়াছিন আলী ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলো আর স্ত্রী রহিমা বেগম হাইপোথাইরোডিজম, ডায়াবেটিকস ও কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তারা স্বামী ও স্ত্রী দুজনেই খুলনার একটি বেসরকারী হাসপাতাল গাজী মেডিকেলে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রহিমা বেগমের মুত্যু হয়। তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকেও বাড়িতে ফেরত দিয়েছেন বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার (৩ সেপ্টম্বর) কলারোয়া উপজেলা সরকারী হাসপাতালের টিএইচও ডাঃ কামরুল ইসলাম গৃহবধূ রহিমার স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান-তিনি ডেঙ্গসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ আগে সাতক্ষীরা সিবি হাসপাতালে প্রথমে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ৩ দিন পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর খুলনার গাজী মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান। তিনি নিহত গৃহবধূর বাড়িতে গিয়ে গাজী মেডিকেলের প্রেসক্রিপশনসহ অন্যান্য কাগজপত্র দেখে আরো জানান- রহিমা বেগমের ডেঙ্গু, হাইপোথাইরোডিজম, ডায়াবেটিকস ও কিডনি সহ নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ সনাক্ত করেন। এদিকে-মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান-তিনি খবর পেয়ে গৃহবধুর গ্রামের বাড়ী দক্ষিণ সোনাবাড়ীয়ায় যান এবং সেখানে তিনি জানতে পারেন যে, হাইপোথাইরোডিজম, ডায়াবেটিকস, জ¦র ও দুইটি কিডনি অচল সহ নানা রোগে আক্রান্ত ছিলেন ওই নারী। তার স্বামী ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। স্বামী ও স্ত্রী দুজনেই উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেলে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।