রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কোর্ট বিল্ডিংয়ের পাঁচটি সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে অনিরাপত্তার মধ্যেই দাপ্তরকি কাজ করছেন।
মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ে সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা রয়েছেন ঝুঁকির মধ্যে। পুরাতন কোর্ট ভবনটি দীর্ঘদিনের হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই অফিস করতে হচ্ছে তাদের।
তবে পাঁচটি অফিসের মধ্যে বেশি ঝুঁকিকে রয়েছে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। যেখানে প্রতিদিনই ছাঁদ থেকে খসে পড়ছে পলেস্তার। আর কক্ষের ছাদে দেখা দিয়েছে বড় বড় ফাটলের। ফলে কর্মকর্তা-কর্মচারিরা সব সময় থাকছে আতংকের মধ্যে।
উপজেলা কোর্ট বিল্ডিংয়ে গিয়ে দেখা যায়, ভবনটিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিসংখ্যান অফিস, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সেটেলমেন্ট অফিস ও উপজেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয় রয়েছে। সরকারি নিয়মানুযায়ি সকল কর্মকর্তা-কর্মচারি অফিস করছেন। কিন্তু প্রতিটি অফিসের কক্ষের ছাদে ফাটল ধরেছে। কিছু কিছু অংশের পলেস্তরা খসে পরছে। কোন উপায়ন্তর না পেয়ে এর মধ্যে বাধ্য হয়েই অফিসের সকল দাপ্তরিক কাজ করতে হচ্ছে তাদের।
মহিলা বিষয়ক দপ্তরে প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা বলেন, আমরা এখানে প্রতিদিন সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নেই। কিন্তু আমাদের মাথার ওপর মাঝে মাঝেই ছাঁদ থেকে ইট, খোয়া ও বালু খসে পড়ে। আমরা ভীষণ অনিরাপত্তায় রয়েছে।
মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিনা খানম বলেন, অনেক দিন যাবত আমার অফিসের কক্ষগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাঝে মাঝেই কক্ষের ছাঁদ থেকে পলেস্তরা খসে পরে। গত রোববার ইট ও খোয়া ভেঙে মেঝেতে পড়েছে। ভাগ্যে ভালো ওই সময়ে ওখানে কেউ ছিল না। কেউ থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এ সময় তিনি দ্রুত ভবনের মেরামত কিংবা অফিস স্থানান্তরের দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ইতোমধ্যে বিষয়টি আমি জেনেছি। এর আগে তাদেরকে স্থানান্তরের বিষয়ে বলা হয়েছে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেনি। গতকাল রোববার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ছাঁদ থেকে পলেস্তার খসে পড়ায় তারা আতঙ্ক গ্রস্থ হয়েছে। আমরা খুব দ্রুতই ওখান থেকে সকল অফিস স্থানান্তর করে নতুন ভবনে নিয়ে আসব। যদি না আসে নিজ দায়িত্বে তারা ওখানে থাকবে।