ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রকাশিত নাগরিকপঞ্জি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বলেছেন, এর মধ্যে দিয়ে বিপুল সংখ্যক মানুষের রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকি তৈরি হল।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “নাগরিকের তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের জাতীয়তা এখন কী হবে- সে বিষয়ে বলার সময় এখনও আসেনি। তবে অন্য কোনো দেশের জাতীয়তা না থাকলে এদের অনেকেই রাষ্ট্রহীন হয়ে পড়বে, আর সেজন্য ইউএনএইচসিআর উদ্বিগ্ন।”
সেরকম কিছু ঘটলে তা যে সব মানুষকে ঠিকানা দেওয়ার জাতিসংঘের চেষ্টার জন্য হুমকি হয়ে দাঁড়াবে- সে বিষয়েও সতর্ক করেন ফিলিপো গ্রান্ডি।
ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, “এই উদ্যোগের ফলে একটি মানুষও যেন রাষ্ট্রহীন না হয়, তালিকা থেকে বাদ পড়া মানুষগুলো তথ্যের অধিকার, আইনি সহায়তা পাওয়ার অধিকার পায়, আর এসব প্রক্রিয়ায় সর্বোচ্চ মানদণ্ড যেন বজায় থাকে, তা নিশ্চিত করার আহ্বান জানাব আমি।”
চার বছর ধরে যাচাই-বাছাইয়ের পর গত শনিবার নাগরিকপঞ্জির (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স) চূড়ান্ত তালিকা প্রকাশ করে আসাম রাজ্য সরকার। এই তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের জায়গা হলেও বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।
এই বিপুল সংখ্যক মানুষের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই আসাম রাজ্য সরকারের অর্থমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা রোববার বলেছেন, বাদ পড়া ১৯ লাখ মানুষের মধ্যে ১৪-১৫ লাখ ‘অবৈধ অভিবাসীকে’ তারা বাংলাদেশে ফেরত নিতে বলবেন।
অন্যদিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হচ্ছে, ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে গিয়ে শরণার্থী হয়নি। যা আসা-যাওয়া হয়েছে দুই দেশের মধ্যে, তা স্বাধীনতার আগে হয়েছে। তাই আসামের বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই।
ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়, কে ভারতের নাগরিক তা নির্ধারণের সার্বভৌম অধিকার ভারতের রয়েছে। কিন্তু আসামের নাগরিকপঞ্জি হালনাগাদের মত পদক্ষেপের কারণে কোনো মানুষকে যেন রাষ্ট্রহীন হয়ে পড়তে না হয়, সেই ঝুঁকি কমানোর পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ইউএনএইচসিআর।
তালিকা থেকে বাদ পড়া এই মানুষগুলোকে যেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো না হয়, কিংবা নাগরিকত্ব নিশ্চিত না করে অন্য দেশে ফেরত পাঠানো না হয়, সেই আহ্বানও জানিয়েছেন ফিলিপো গ্রান্ডি।
তিনি বলেছেন, এই মানুষগুলার নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া এবং তারা যাতে রাষ্ট্রহীন হয়ে না পড়ে, আন্তর্জাতিক মান বজায় রেখে তা নিশ্চিত করার কাজে ইউএনএইচসিআর ভারত সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত।