বাড়ির চারপাশে ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখুন ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়-ন। ডেঙ্গুর প্রজনন কেন্দ্র ধংস করতে ইউনিয়নের প্রতিটি ওযার্ডে ওয়াডেৃ চলছে ওষুধ ছিটানো কার্যক্রম। গত কাল সরুলিয়া ইউনিয়নের ১,৪,৫,৬,৮ ও ৯ নং ওয়ার্ডে। এমনি ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে,মহল্লা,পাড়ায় চলছে অভিযান। গত রবিবার ২নং ওয়ার্ডের বড়বিলা গ্রামে স্প্রে কার্যক্রম পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্দকার রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ,ইউপি সদস্য আজিজুল ইসলাম,হাফিজুর রহমান প্রমুখ। চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন আমাদের ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গ্রাম পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি যেয়ে বাড়ির আঙিনা নির্জন স্থান স্পে করে মশার বংশ বিস্তার জায়গা ধংস করা হচ্ছে। গত কয়েকদিন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চলছে ডেঙ্গু নিধন অভিযান। তিনি বলেন আপনারা নিজেদের বাড়ির চারপাশ পরিস্কার রাখুন ডেঙ্গুমুক্ত ইউনিয়ন গড়ুন।