কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন পরিষদ ও বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রমের প্রচার অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ দিকে মৌতলা বাজার থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল এর সভাপতিত্বে ও প্রশান্ত কুমারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। তিনি বলেন, ডেঙ্গু কালিগঞ্জ উপজেলায় ব্যপকহারে ছড়িয়ে পড়েছে। সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। আসুন আমরা সবাই ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ বাজার ব্যবসায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।