কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৬ জনের নিকট থেকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শীতলপুর গ্রামের মিঠুন রায়’র স্ত্রী স্মৃতি রায় এবং ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নুরুল ইসলামের বাড়ির আশপাশে অপরিষ্কার এবং উপজেলার সদর ফুলতলা মোড়ে অবস্থিত সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’র মধ্যে নোংরা পরিবেশ থাকায় পরিবশে আইনের ৫৩ ধারা মোতাবেক স্মৃতি রায়কে ৫ হাজার, নুরুল ইসলামকে ৫ হাজার এবং ঘোষ ডেয়ারির মালিক জগদীশ ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার মৌতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মৌতলা বাজারের চাউল ব্যবসায়ী মৌতলা গ্রামের মোদন মোহনের ছেলে সজল সাহা একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাউল ব্যবসায়ী হোসেন আলীর ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির অভিযোগে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ এর ৪ মোতাবেক সজল সাহকে ১০ হাজার এবং হোসেন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই বাজারে অবস্থিত মৌতলা গ্রামের অজিত কুমারের ছেলে স্বপন কুমারের মিষ্টির দোকানে ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা করা হয়।