ইন্টার্ন সময় এক বছর করার দাবিতে যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে মেডিকেল কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্টার্ন ডাক্তার পার্থ সরকার, ডা. সুব্রত দেবনাথ, ডা. নাজমুল হাসান তুহিন, ডা. সজীব হাসান আগুন প্রমুখ। এ সময় বক্তারা ইন্টার্ন সময় দুই বছরের পরিবর্তে এক বছর করার দাবি জানান।
যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. গিয়াস উদ্দিন জানান, ইন্টার্ন সময় একবছর রয়েছে। তবে দুই বছর করা যায় কিনা তা নিয়ে সরকার আলোচনা করছে।