ঝিনাইদহের এলজিইডির অফিসের গাড়ির চালক এটিএম হাসানুজ্জামান ওরফে জগলু হত্যাকান্ডে জড়িত অভিযোগে উবায়ের গাড়ির চালক হুসাইন আহম্মেদ আটক এবং প্রাইভেট কারটি উদ্ধার করেছে পিবিআই। সোমবার গাড়ির চালককে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানান, যশোর ঝিনাইদহ সড়কে উবায়ের গাড়ির মধ্যে শ্বাসরোধে হত্যা করা হয় জগলুকে। ওই গাড়ির চালক খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের হুসাইন আহম্মেদকে শনিবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। একই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্টো গ-৩২-৮৮১০) উদ্ধার করা হয়েছে। এরপর সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটির কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অদূরে বালির গর্ত থেকে ঝিনাইদহ এলজিইডি অফিসের গাড়ির ড্রাইভার এটিএম হাসানুজ্জামান ওরফে জগলুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ভাই অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে কোতায়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে জগলুর স্ত্রী তাহমিনা পারভীন তমাকে আটক করে। তমা ওই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে হত্যা রহস্য উন্মোচন করেন। হত্যাকান্ডে একটি উবায়ের গাড়ির ব্যবহার এবং গাড়ির চালক হুসাইন আহম্মেদের নাম প্রকাশ করে। পরে তার স্বীকারোক্তিতে পিবিআই গাড়ির চালক হুসাইন আহম্মেদকে আটক করে।