পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ওভারব্রীজ সংলগ্ন একটি বাসা থেকে গতকাল সোমবার বিকেলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী মো. জসিম বেপারীকে আটক করে। জসিম শহরের লক্ষিপূরা মহল্লার জামাল বেপারীর ছেলে।
ভান্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, থানা পুলিশ গোপন সংবাতেদর ভিত্তিতে ভান্ডারিয়া ওভার ব্রীজ সংলগ্ন মো. হালিমে বাসায় অভিযান এ সময় জসিম বেপারী দেহ তল্লাসি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই জসিম পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ভান্ডারিয়াসহ পাশ্ববর্তী এলাকায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল।