অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন সরকার প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক সেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিদ্যুত ব্যবস্থার বিকল্প নাই। বঙ্গবন্ধু কন্যা বিশ্বনন্দিত রোল মডেল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রুপান্তরিত করতে চান। তাঁর হাতেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাঁর প্রতিটি কাজে দলমত নির্বিশেষে সমর্থন করা উচিত।
গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের টোলের বাজার নামক স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩২ টি বাড়িতে নতুন বিদ্যুত লাইনের সংযোগ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন।
ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনের সভাপতিত্বে দিনাজপুর পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, দিনাজপুর পল্লীবিদ্যুত সমিতির রাণীরবন্দর যোনাল ম্যানেজার মমিনুর রহমান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।