হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ‘র শিক্ষার্থী হাসিবুল হাসান হায়দারের প্রাননাশে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের কঠোর শাস্তি ও বিশ্ববিদ্যালয় হতে স্থায়ী বহিস্কার দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল ও কলেজের সাধারন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বিকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে দিনাজপুরের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে শিক্ষাথীরা।
মানববন্ধনে দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থী রেজওয়ানুল হক রাব্বি, পলিটেকনিক কলেজের মাসুদ রানা, আদর্শ কলেজের সিফাত, কেবিএম কলেজের রুবেল, হাবিপ্রবি’র শিক্ষার্থী নাদেমুর রহমান আনন, হাবিপ্রবি ছাত্র স্বপন রায়, সেন্ট ফিলিপস কলেজের জিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, শিক্ষার্থীরা জানান, গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হাসিবুল হাসান হায়দারকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হাসিবুল হাসান হায়দারের চাচা মাজেদুর রহমান মারুফ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে।এই মামলায় কোতোয়ালি পুলিশ শুক্রবার দিবাগত রাতে মোর্শেদুল আলম রনিকে গ্রেফতার করে।