সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে ও সচেতন হতে হবে। সমাজের সবাই সচেতন হওয়ার পাশাপাশি নিজ অফিস, কর্মস্থল, স্কুল-কলেজ, বসতবাড়ির আঙ্গিনা, জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্ব স্ব অবস্থান থেকে সকলকে উদ্যোগী হতে হবে। বাড়ির ছাদের বাগানের টব, ফুলের টব, প্লাষ্টিকের পাত্র, ভাঙা হাড়ি-পাতিল, ভাঙ্গা কলস, গাড়ির পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ড্রাম, নারিকেল বা ডাবের খোসা, ফাস্ট ফুডের কন্টেইনার, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের তলায় যাতে করে অপ্রয়োজনীয় পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মশাদের সম্ভাব্য উৎপত্তিস্থল সমুহ বিনষ্ট করতে হবে। সোমবার সকাল ১১ টায় দেবহাটার পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ নজরুল ইসলাম উপর্যুক্ত কথাগুলো বলেন। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি এবং দেবহাটা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২রা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর) সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল গনি, দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল লতিফ, ওই কর্মসূচীর আয়োজক সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদাউস আলফা, জেলা পরিষদ সদস্যা এ্যাড. শাহনাজ পারভীন মিলি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম ও দেবহাটা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।