রংপুরের পীরগাছায় সৈয়দপুর কারামতিয়া দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদের চাকুরীর মেয়াদ শেষ হলেও নিয়মনীতি উপেক্ষা করে সভাপতির ছত্রছায়ায় বহাল তবিয়তে থাকার অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই অধ্যক্ষ নিজের আখের গোছাতে নানা দুনীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে, সৈয়দপুর কারামতিয়া দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদের চাকুরীর মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারী/২০১৮ শেষ হয়। এরপর তিনি ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হাকিম সরদারের যোগসাজসে অনিয়মতান্ত্রিক ভাবে চাকুরীর মেয়াদ ২ বছর বাড়িয়ে নিয়ে বিভিন্ন দুনীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিতিমালারর ২০১৮ইং এর ১১.৬ বিধি লংঘন করে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার বিরুদ্ধে মাদ্রাসার জমি লীজ এবং দোকান ঘর ভাড়া দিয়ে জামানত ও ভাড়ার অর্থ আতœসাত, মাদ্রাসার গাছ কর্তন করে বিক্রি, মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়া, নিজের বড় ভাই, দুই চাচাতো ভাইসহ আত্মীয়স্বজন দিয়ে ম্যানেজিং কমিটি গঠনসহ নানা অভিযোগ রয়েছে। মাদ্রাসার উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক অসুস্থ জনিত কারণে ছুটি নিয়ে দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় বর্তমান অধ্যক্ষ নুর মোহাম্মদ মাদ্রাসায় আসছেন না। বাড়িতে বসে মাদ্রাসার কার্যক্রম চালাচ্ছেন। ফলে মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিতি কমে যাওয়াসহ প্রশাসনিক কার্যক্রম ভেঙ্গে পড়েছে। তিনি কখনো অধ্যক্ষ বা কখনো ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীল ব্যবহার করে কাগজপত্র স্বাক্ষর করছেন।
সম্প্রতি সরেজমিনে ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, এবতেদায়ী শাখা থেকে ফাজিল পর্যন্ত মোট ৩৫০ জন শিক্ষার্থী থাকলেও উপস্থিত রয়েছে মাত্র ৪০ জন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম, আবুল কালাম আজাদ, নুরুল আমিন জানান, অধ্যক্ষের দুনীতি ও শিক্ষার্থীদেও সাথে অসদআচরণ করায় দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। ফলে ভেঙ্গে পড়েছে শিক্ষা কার্যক্রম।
এ ব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর মোহাম্মদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মেয়াদ শেষে পুর্নঃনিয়োগের বিষয়টি সভাপতি জানেন। কোন দুনীতির সাথে জড়িত নই। আমি ২/১ দিনের মধ্যে পদত্যাগ করবো।