জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রংপুর মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
তিনি একজন ভাল ও শ্রদ্ধাভাজন এবং রংপুরের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি এবং শোকাহত পরিবারের শোক কেটে ওঠার জন্য আল্লাহ্ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ্ রাব্বুল আল-আমিন এর দরবারে আরও দোয়া করি তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।