বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রংপুর মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে।
সোমবার এক বিবৃতিতে সংগঠনটির সকল সদস্যদের পক্ষ থেকে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের শোক বার্তায় বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় ৬ নং সেক্টরে সম্মুখ সমরে অংশ নেয়া অকুতোভয় সংগ্রামী মানুষ বীরমুক্তিযোদ্বা মোজাফফর হোসেন ছিলেন রংপুরের সকল শ্রেনি পেশার মানুষের প্রিয় মুখ এবং সজ্জন রাজনীতিবিদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাগোদল থেকে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা এই মহান মানুষটি যুবদল ও বিএনপিতে নেতৃত্ব দিয়ে রংপুরে পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতির অনন্যধারা তৈরি করেছিলেন। যা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য পথ প্রদর্শকের ভূমিকা রাখবে। তাঁর মৃত্যুতে রংপুরের মানুষ একজন সাহসী সজ্জন মানুষকে হারালেন। যা পূরণ হওয়ার মতো নয়।
বিবৃতিতে মহান আল্লাহ তায়ালার কাছে বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। গত ১ সেপ্টেম্বর পৌনে ৯ টায় বাসায় স্ট্রোক করে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।