দিনাজপুরের খানসামায় বাড়ী পার্শ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে রাফি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর রাফি(২) খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউপির গোবিন্দপুর গ্রামের আমতলী বাজার এলাকার ছাইদুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খানসামার আলোকঝাড়ী ইউপির গোবিন্দপুর গ্রামের আমতলী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশু রাফিকে তার মা আয়শা আক্তার খোজা খুজির একপর্যায়ে দেখতে পান, ঘরের পিছনের পুকুরে পানিতে ভেসে আছে। পুকুর থেকে তার মা উঠানোর পর দেখে শিশু রাফি মারা গেছে।
খানসামায় আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।