বগুড়ায় গোয়েন্দা পুলিশ ডিবির পাতা ফাঁেদ আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে আটকার পড়েছে বগুড়া শহরে কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতা ৩জন। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বিক্রির জন্য নিয়ে আসা এক রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশি পিস্তল।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা খাঁ পাড়ার-মোঃ আলী হাসান টুকুর ছেলে ফরিদুজ্জামান ফরিদ (৩২), মোঃ ইসাহাক শেখ লালুর ছেলে বেলাল হোসেন বিপ্লব (২৮) এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে শহীদ হোসেন রকি (২৮)।
সোমবার জেলা পুলিশের দায়িত্বশীল বিষিয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানায়, জেলা গোয়েন্দা পুলিশের চৌকস ইন্সপেক্টর (ওসি) আসলাম আলী গোপন এক তথ্য জানতে পারেন শহরের নিশিন্দারা এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপের মাধ্যমে আগ্নেয়াস্ত্র কেনা বেচায় সক্রিয় রয়েছে। পরে ডিবি ইউনিটের লোকজন সেখানে বিশেষ নজরদারীর মাধ্যমে অস্ত্রের ক্রেতা সেজে দাম দর করতে গ্রেফতারকৃত ফরিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করে আসছিল।
তারই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে অস্ত্র ক্রয়ের চুড়ান্ত সমঝোতা হলে ইন্সপেক্টর আসলাম আলীর নের্তৃতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম শহরের নিশিন্দারা কারবালা এলাকায় সূচাড়- ভাবে একটি ফাঁদ পাতে। এর একপর্যায়ে ডিবি’র ফাঁদের মধ্য এলাকার একটি ফার্নিচারের দোকানে বিদেশি পিস্তল বিক্রি করতে আসে গ্রেপ্তারকৃতরা। এ সময় ক্রেতা সেজে আসা ডিবি পুলিশের এক সদস্য অস্ত্র বিক্রি করতে আসা ওই ৩জনের সঙ্গে অস্ত্র নিয়ে দরদাম করার সময় ডিবির অভিযানিক দল তাদের পাতা ফাঁদে তাদের পাকড়াও করে।
এ বিষয়ে আটক ৩জনের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষে একটি মামলার প্রস্তুতি চলছিল বলে নিশ্চিত করে জেলা ডিবি।