দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী। নারী নির্বাহী কর্মকর্তা হিসেবে এউপজেলায় তিনিই প্রথম যোগদান করেছেন।
আজ সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, প্রেসক্লাবের সভাপতি শআম হায়দার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইত্তেফাকের শামসুল হুদা, কালেরকণ্ঠের আবদুল কাদির, ভোরের দর্পনের আতাউর রহমান, ভোরের কাগজের মোস্তাফিজুর রহমান বকুল, সংগ্রামের আমজাদ হোসেন, করতোয়ার মঞ্জুরুল আলম, যায়য়াযদিনের এমএ আলম বাবলু, মানববার্তার মাহফিজুল ইসলাম রিপন, ইনকিলাবের এমএ জলিল সরকার, দেশ রূপান্তরের সোহেল সানী, সমকালের মাহমুদুর রহমানসহ অন্যান্যরা। মাদক, সন্ত্রাস, জুয়া ও ইভটিজিংসহ সকল সমস্যা সমাধানে সকলকে নিয়ে কাজ করতে চান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর পড়ার টেবিলে থাকে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। এসব ক্ষেত্রে তিনি সংবাদকর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেন।