মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে ‘জননেত্রী সৈনিকলীগের’ চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই লক্ষ্যে রোববার রাত ৮টায় হালিশহরের সবুজবাগের খাঁনবাড়ী রোডস্থ সংগঠনের কার্যালয়ে বিশিষ্ট শ্রমিক নেতা ও সমাজসেবক মো. সেলিমের সভাপতিত্বে এক আলোচনা সভা সম্পন্ন হয়। এ সময় বক্তাগণ বলেন, সারা দেশে ব্যাপক উন্নয়নের চিত্র দেখে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা হতাশ। তারা বেকায়দায় ফেলতে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এলাকায়। দেশের উল্লেখযোগ্য উন্নয়ন এবং শান্তি মহান আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। এজন্য সরকারের যাবতীয় উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। ওই সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. সেলিমকে আহ্বায়ক করে ৪১সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে কমিটির সিনিয়র সদস্যরা হচ্ছেন- অ্যাডভোকেট শেখ জামিল আহসান, মো. আবদুল কাদের, মো. আবদুল বারেক, মো. আলী আজগর, মো. আলাউদ্দিন, মো. হালিম, মো. আরমান, মো. ইসমাইল, মো. রবিউল আলম, মো. আবুল কালাম, মো. আবুল বাশার, মো. নূর ইসলাম পিসি, মো. রফিক, মো. রুবেল ও মো. শিমুল প্রমুখ।
এতে সভায় আগামি দুই মাসের মধ্যে ওই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সীদ্ধান্ত হয়। এরপর জেলায় জেলায়ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানানো হয়। এই সংগঠনের সদস্য হতে আগ্রহীরা আহ্বায়ক মো. সেলিমের ০১৫৫৩-১৩৪৬৬৭ নাম্বার মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়: ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলশান, ঢাকা এই ঠিকানায়ও যোগাযোগ করা যাবে বলে সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে।