বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ব্যারিষ্টার সাকিলা ফারজানার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে হাটহাজারীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহেদের সভাপতিত্বে সম্পন্ন ওই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইব্রাহীম মনি তাসিফ, ইরফাত সৌরভ, জিয়াউদ্দিন বাবলু, মুন্না, সদস্য দুলাল, শরিফ হোসেন, নজরুল হোসেন, জাহেদ, লিটন, তানভির, দেলোয়ার, সুমন নাথ, রাকেশ, পৌরসভা ছাত্রদলের শিমুল নাথ, নাজিম উদ্দিন,
সাদ্দাম হোসেন, জামসেদুল আলম, মোঃ কোরবান আলী, রাহুম মহাজন ,পারভেজ, মেহেদী, শুভ আহমেদ ইমরান, বাবু, সাজ্জাদ, অভি, আলভি ও মোরশেদ মিঠু প্রমুখ। ওই সমাবেশে বক্তাগণ বলেন, বাংলাদেশে ভোটের অধিকার ও গণতন্ত্র পুন:রুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে এই সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার অসুস্থতার পরেও সরকার তাকে মুক্তি দিচ্ছেনা। আমরা খালেদা জিয়ার মুক্তি ও হাটহাজারীর মানুষের প্রিয় নেত্রী ব্যারিষ্টার সাকিলা ফারজানার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।