নৌ পরিবহন অধিদপ্তরের এক সার্ভেয়ারকে দুই লাখ টাকা ‘ঘুষ নেওয়ার সময়’ হাতেনাতে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, নৌ পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে সোমবার দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান চালায়।
আবদুল ওয়াদুদ বলেন, এক অভিযোগকারীর কাছ থেকে তথ্য পেয়ে তারা মির্জা সাইফুরের অফিসে অভিযানে যান।
“জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় মির্জা সাইফুরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা ওয়াদুদ।