ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ ভাগেরও বেশি বাড়ি ও স্থাপনায় রয়েছে এডিসের বংশবিস্তারের সহায়ক পরিবেশ। লার্ভাও মিলছে প্রায় ৯ ভাগ জায়গায়। কাঙ্ক্ষিত সচেতনতা তৈরি না হওয়া আর বেঁধে দেয়া সময়ে সব বাড়ি ভিজিট না হওয়ায় চিরুনি অভিযান আরো ১৫ দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। তবে এডিস মোকাবিলায় এমন পদক্ষেপ বছরব্যাপী পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পুরানো ৩৬টি ওয়ার্ডের বাড়ি বাড়ি মিলছে এডিসের লার্ভা। গত ২৫ আগস্ট থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু করে উত্তর সিটি। রোববার পর্যন্ত আটদিনে ৮৩ হাজার ৯৬০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে কর্তৃপক্ষ। এর মধ্যে ১ হাজার ৬৭৪টি বাড়িতেই এডিসের লার্ভা খুঁজে পাওয়া যায়। এছাড়া ৪৫ হাজার ৩১৫টি বাড়ি ও স্থাপনায় পাওয়া যায় এডিশ মশার বংশবিস্তারের উপযোগী স্থান।নগর কর্তৃপক্ষরা বলছেন, বৃষ্টির কারণে এডিসের লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। সিটি কর্পোরেশন এক্টিভ আছে। এছাড়াও আমরা একটা পরামর্শ সভা করে ১৫দিন অভিযান বাড়িয়ে দিয়েছি। আমরা শতভাগ প্রত্যেকটা ওয়ার্ডের ১০টা ব্লকে এ অভিযান পরিচালনা করতে হবে।এমন বাস্তবতায় খুব সহজেই বোঝা যায় এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেক দূরে নগর কর্তৃপক্ষ। তাই অভিযান আরো ১৫দিন বাড়িয়েছে উত্তর সিটি।তবে, চলতি বছর ৬৪ জেলায় ছড়িয়ে পড়া এই ডেঙ্গু মোকাবেলায় বছরব্যাপী কর্মসূচি নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের।বিশেষজ্ঞরা বলেন, সরকারি যে দায়িত্বশীল সংস্থাগুলো আছে সেগুলোর সচেতন থাকা উচিৎ। সারাবছর এডিস মশা থাকলেও বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ বাড়ে।
চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে ১৮৫ মৃত্যুর তথ্য জমা পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এর মধ্যে ৯৬টি বিশ্লেষণ করে ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে আইইডিসিআর।