যশোরের মনিরামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ি ও পূবালী ব্যংকের এসি ও গ্লাস ভাংচুর হয়। রোববার বেলা ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের ব্যক্তিগত অফিসের সামনে এ ঘটনা ঘটে। গোটা পৌর শহর থমথমে অবস্থা বিরাজ করতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন দাবি করেন, ঘটনার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ করতে তার অফিসে গাড়ি থেকে নামতেই প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাগ্নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর নেতৃত্বে একদল উচ্ছশৃঙ্খল যুবক ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তিনি অফিস থেকে বেরিয়ে এলে তাদের লক্ষ্য করে পরপর দুইটি বোমা নিক্ষেপ করা হয়। যার একটি বিস্ফোরিত হয়। এ সময় চেয়ারম্যানের গাড়িটি ভাংচুর হয়।
অপর দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু দাবি করেন, গাড়ি ভাংচুর লাভলুর সমর্থকরাই ঘটিয়েছে। ঘটনার দিন সকালে একটি ট্রেগার ষ্ট্যান্ডে দায়িত্বরত গৌতম নামে তার এক কর্মীকে লাভলু গ্রুপের বাহিনী মারপিট করে। খবর পেয়ে তার কর্মী সমর্থকরা সেখানে গেলে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। এরপর দুপুরের পর সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু দলবল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের অফিসে আসে। এ সময় তার (বাচ্চু) কর্মী সমর্থকরা এগিয়ে গেলে লাভলু সমর্থকরা ইটপাটকেল, বোমা নিক্ষেপসহ লাভলুর ব্যবহৃত শর্টগান থেকে পরপর তিনটি গুলি ছোঁড়ে।
এদিকে আমজাদ হোসেন লাভলু বলেন, তিনি গাড়ি থেকে নামতেই প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাগ্নে বাচ্চুর বাহিনী রাম দা, লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে তাকে মারতে ঘিরে ফেলে। এ সময় তিনি আত্ম-রক্ষার্থে তার লাইসেন্সকৃত শর্টগান থেকে গুলি ছোঁড়েন।
পূবালী ব্যাংক মনিরামপুর শাখার ব্যবস্থাপক মোঃ ইমরুল ইসলাম জানান, ঘটনার সময় ব্যাংকের গ্রøাস ও এসি ভাংচুর হয়। মনিরামপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ মোতায়েন করা হয়। তবে, এ ঘটনায় কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। বর্তমানে পৌর শহরের অবস্থা তাদের নিয়ন্ত্রনে রয়েছে।