যশোরের মনিরামপুরে আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইসলাম হোসেন (৩২) নামে এক ব্যক্তি মারা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮টার সময়। সে উপজেলার মুন্সি খানপুর গ্রামের মৃত. পরশউল্ল্যার ছেলে।
নিহতর ভাবী কুলসুম বেগম জানায়, রোববার সকাল ৬টার দিকে উপজেলার খামারবাড়ী খানপুর গ্রামে শহিদুল খানের বাড়িতে আমড়া পাড়তে যায়। সে আমড়া পাড়া অবস্থায় সকাল ৮টার দিকে অসাবধনতাবশত গাছ থেকে পড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে মনিরামপ্রু উপজেলা স্বস্থ্য কমপ্লেক্্ের নেয়া হয়। কিন্তু তার অবস্থা অরো গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ সত্যতা নিশ্চিত করে ওই গ্রামের মেম্বর আবদুল হালিম বলেন, ইসলামের পরিবারে স্ত্রী ও পঞ্চম শ্রেণিতে পড়-য়া একটি কন্যা এবং মাছুম একটি পুত্র সন্তান রয়েছে। আসর বাদ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নিহতর পরিবারে শোকের মাতম চলছে।