কলারোয়ায় হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বলাকা গ্রুপের কর্ণধর আলহাজ গোলাম রব্বানী (৮০)। শনিবার (৩১ই আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে মেয়েসহ অসংংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন৷ প্রয়াত আলহাজ গোলাম রব্বানী পৌর সদরের গোপিনাথপুর গ্রামের মৌলভী মৃত আজিম উদ্দিন এর ছেলে। রোববার যোহর নামাজের পর বিপুল সংখ্যক মুসুল্লীগণের উপস্থিতিতে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় কথা বলেন সাবেক সংসদ সদস্য আলহাজ বিএম নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ঝাউডাঙ্গা আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আবদুল বারী, প্রয়াত গোলাম রব্বানীর ছোট ভাই প্রফেসর গোলাম কাদের প্রমুখ। জানাযা নামাজে উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোর্শেদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, জামায়াত নেতা শহিদুল ইসলাম মুকুল, মাওলানা আহম্মদ আলী সহ বিপুল সংখ্যক মুসুল্লীগণ। জানাযা নামাজ পরিচালনা করেন-প্রয়াত গোলাম রব্বানীর বড় পুত্র আলহাজ গোলাম আযম। পরে গোপিনাথপুর গ্রামের নিজ বাড়িতে প্রয়াত গোলাম রব্বানীর দ্বিতীয় জানাযা নামাজ শেষে অশ্রুসজল বিদায়ের পর পিতা-মাতার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।