রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেন থেকে সদ্য ভুমিষ্ঠ হওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোবাবার সকালে খানখানাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ওই ট্রেনের বাথরুম থেকে নবজতাকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রাজবাড়ী রেলওয়েশ পুলিশের কর্মকর্তা ইনচার্জ মো: আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই মনিরুজ্জামান জানান, সকালে রাজবাড়ী রেলওয়ে ষ্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস-১ ট্রেনের বাথরুম থেকে মায়ের গর্ভে থাকা ৫/৬ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টাম রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ধারনা করছেন কোন প্রসুতি নারী ফরিদপুরে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিল। হঠাৎ ট্রেনের মধ্যে ব্যাথা ওঠায় বাথরুমে গেলে সেখানেই ডেলিভারী হয়। কিন্তু কে ওই নারী তা জানাযায় নি।