নিষিদ্ধ পলিথিন মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন আয়োজনে গতকাল রোববার সকালে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান। এতে আলোচনা সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম সারণিক, বীরমুক্তিযোদ্ধা মোঃ মফিজ আহমেদ প্রমূখ। সভাশেষে সর্বস্তরের জনগণের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান লিফলেট বিতরণ করে জনগণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন। এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান জোরদার করার লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর এর নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ ক ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।