যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে বাংলদেশ জাতীয়তাবাদী দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির পক্ষ থেকে থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর কবর জিয়ারত করেন নের্তৃবৃন্দ। থানা বিএনপি ও পৌর বিএনপি পৃথক দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
থানা বিএনপি কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এস এম আলী রেজার সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপি কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ¦ আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান। পৃথক আলোচনায় অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠণিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস,অধ্যক্ষ জুলফিকার আলী, হাসানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, ত্রিমোহীনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল ইসলাম, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, পৌর যুবদলের সভাপতি শেখ শহিদুল ইসলাম, অমেদ আলী, ূ গোলাম মোস্তফা বাবু, সৈয়দ জাফর হাসান লাভলু, ওবাইদুল হক, বিল¬াল হোসেন, সাবেক কাউন্সিলর আবদুল হালিম, আবদুল জব্বার, বারিক বিশ্বাস, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, মহিউদ্দীন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সালাম, মোকারম হোসেন, দবির উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা যুবদল নেতা জাহাঙ্গীর কবীর মিন্টু, থানা যুবদলের সহ-সভাপতি আলমগীর সিদ্দিক, যুবদল নেতা আবদুল গফুর, থানা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান শিপন, ছাত্রদল নেতা মজনু হুসাইন, বাবুল রানা, ইয়াছিন আলী, মেহেদী হাসান হিমেল, মেহেদী হাসান বিশ্বাস, ফরিদ উদ্দিন, মাসুম বিল¬াহ, রিপন হোসেন, ফারুক হোসেন,শাহ আলম, সোবাহান, ইকরামুল, আবদুল আজিজ, সুজন রহমান, সোহেল রানা। #
। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কেশবপুরে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু
এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) :
যশোরের কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আবদুল কুদ্দুস(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার বরণডালি গ্রামের মুক্তার আলীর ছেলে। মৃতের পারিবারিক সুত্র জানায়, গত ৩০ আগস্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আবদুল কুদ্দুসকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় এ দিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিপার্ট করা হয়। সেখানে চিকিৎসাধিন থাকাকালীন রোববার সকালে তার মৃত্যু হয়।