জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বীনাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়ার মুল হোতা সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাসহ সকল আসামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
রোববার বিকালে উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-কামালপুর সড়কে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আগামি ৫ সেপ্টেম্বরের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে ৬ সেপ্টেম্বর এক ঘন্টা কর্মবিরতি এবং ১৫ তারিখের মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে ১৬ সেপ্টেম্বর ৮ ঘন্টা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন শিক্ষক নের্তৃবৃন্দরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বকশীগঞ্জ উপজেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মজিদ,সাধারণ সম্পাদক মনিরুজ্জমান,সিনিয়র সম্পাদক হাবিবুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মান্নান চৌধুরী,এএইচএম কামরুজ্জামান লিটন, খন্দাকার আতাবুজ্জামান হেলাল,তারিকুজ্জামান ছোটন,মনীরা বেগম ও রাবেয়া বেগম প্রমূখ।
উল্লেখ্য,২৯ আগস্ট সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনাকে স্কুলের একটি কক্ষে নিয়ে লোহার রড দিয়ে পিটিেিয় হাত-পা ভেঙ্গে দেন। এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন প্রধান আফরোজা সুলতানা বীনা।