শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে আজ রবিবার থেকে ৩দিন ব্যাপী নতুন ভোটার হাল নাগাদ কার্যক্রম-২০১৯ শুরু হয়েছে। প্রচন্ড গরমে শুরতেই একসাথে নতুন ভোটারদের উপচে পড়া ভিড়ে কর্মীদের কার্যক্রমে হিমশিম খেতে হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে, সীমান্ত লাগোয়া ইউনিয়ন ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদ। পরিষদে আজ ১লা সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন হতে ৬জন দক্ষ কর্মী বা অপারেটর দ্বারা হতে ৩ সেপ্টেম্বর-২০১৯ ইং পর্যন্ত এই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে নতুন ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য ০১/০১/২০০৪ ইং মধ্যে যাদের জন্ম শুধু তারাই এই তালিকায় অর্ন্তভুক্ত হতে পারছেন। নালিতাবাড়ী উপজেলায় মোট ভোটার ১লাখ ৯৭ হাজার ৬২৭ জন। তবে নির্বাচন অফিসের ধারনা যে পরিমান ভোটার হচ্ছে তাতে ১০% হারে বেড়ে আসলে তা দাড়াবে ২০ হাজারের মত নতুন ভোটার। সেটা বাড়তেও পারে বলে তাদের ধারনা। এদিকে শেরপুর জেলা সদর উপজেলা ও নকলা উপজেলা ভোটার প্রিন্ট স্মার্ট কার্ড হাতে পেয়েছেন। বাকি শেরপুরের ৩টি উপজেলা নালিতাবাড়ী, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার স্মার্ট কার্ড এখন প্রিন্ট হয়ে আসেনি। এটি হাতে আসলেই দ্রুত সময়ে এর বিতরন কার্যক্রম শুরু হবে জানিয়েছে নির্বাচন অফিস। এদিকে এবার নতুন করে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্র্তৃক ডিএসএলআর অত্যাধুনিক ক্যামেরা দ্বারা ছবি উত্তোলন, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ, রেটিনা, কর্নিয়া সনাক্তকরন প্রক্রিয়া সংযুক্ত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী দেওয়ান, সুপারভাইজার শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ গোলাম মোস্তফা শাহীনসহ প্রমুখ।