নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের বেলতলী সরকারি খাল দখল করে অবাধে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। কতিপয় ব্যক্তির যোগসাজসে অবাধে সরকারি খাস-জমি দখলের মহোৎসব চলছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে জানা যায়, আত্রাইখালী মোড় হতে সরকারি হাসপাতালের পশ্চিম পাশের্^র বেলতলী খালের উপর বালি ভরাট করে বেশক’টি নির্মিতব্য আবাসিক ভবন নির্মাণ করেছেন একটি প্রভাবশালী মহল। অনেকে ঐ দখলি জায়গা ভরাট করে চালিয়ে যাচ্ছেন রমরমা কয়লার বানিজ্য। অনেকে সরকারি খাস-সম্পত্তিতে বসতি হিসেবে জোরপূর্বক দখল করে আছেন দেদারছে। অনেকে মানছেন না কোন সরকারি নিয়ম-নীতি। বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে খাস-জমি দখল ও স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা। এতে করে বেহাত হয়ে যাচ্ছে সরকারী সম্পত্তি, বন্দ হয়ে পড়ছে পানি নিস্কাশন এর জায়গা ভোগান্তিতে পড়ছে স্থায়ী বসতিরা বিপর্যস্থ জনজীবন। জলাবদ্ধতা নিরসনে কার্যত মিলছেনা সেবা। পৌর কর্তৃপক্ষ ঐ খালটি খনন করে পুর্নজীবিত করার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিলেও রহস্যজনক কারণে অধরাই থেকে গেছে ঐ খনন কার্যক্রম।এসব সরকারি খাস-জমির অবৈধ স্থাপনা উচ্ছেদে বেশ’কটি মোবাইল কোর্ট পরিচালনা করলেও কোন সুফল মেলেনি। মোবাইল কোর্ট পরিচালনা করা ঐসব জায়গাতেই ঘর-বাড়ি তৈরী করে বসবাস করছেন অনেকে। প্রশাসনের নজরদারির অভাবেই এসব সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে সামান্য বৃষ্টির পানিতেই জলাবদ্ধতার মধ্যে জীবন-যাপন করতে হয় পৌরবাসীর। এ অবস্থার উত্তরণে বেলতলী খালের খনন কাজ ও অবৈধ স্থাপনা সরাতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয় কাউন্সিলর মোঃ আকরাম খান বলেন আমি দীর্ঘদিন থেকেই এ খাল খনন ও অবৈধ স্থাপনা সরাতে কার্যত চেষ্টা করছি। জনপ্রতিনিধি হিসেবে পৌরবাসীর জলাবদ্ধতা নিরসন,অবৈধ স্থাপনা ধ্বংস সহ সকল ধরণের অবৈধ কাজ প্রতিহত করার চেষ্টা করছি।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম’র নিকট ফোনে জানতে চাইলে তিনি বলেন বিশ বছর ধরেই ভরাট এবং দখল কার্যক্রম চলে আসছে অচিরেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এগুলি প্রথমে সরকারী ভাবে মাপঝুপ করতে হবে পরে উচ্ছেদ ব্যবস্থা চালাতে হবে।