নোয়াখালীর সেনবাগে জেএসসি,এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির সম্মাননা ও সনদপত্র প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক আবদুল জলিল ফাউন্ডেশন।
এ উপলক্ষে রোববার দুপুরে সেনবাগ উপজেলার অডিটোরিয়ামে মার্কেন্টাইল ব্যাংকের ডেপুটি ম্যানিজিং ডিরেক্টও (ডিএমডি) ড. নুরুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংংকের কানকিরহাট শাখা ব্যবস্থাপক মিজান উদ্দিনের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ব্যাংকের চেয়ারম্যান ও নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের এমপি আলহাজ¦ মোরশদ আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান ,সেনবাগ উপজেলা পরিশষের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির,মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা,সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ দলিলুর রহমান, মাহমুদুল হক পাটোয়ারী লেবু, আলী আক্তাস রতন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইশরাত জাহান লিমা, নাসরিন সুলতানা, ব্যাংকের আমিশাপাড়া শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, মাইজদী শাখা ব্যবস্থাপক সৈয়দ মামুনুল হক, চৌ মুহনী শাখা ব্যবস্থাপক এইচ.এস.শাহিরিয়ার, বজরা শাখা ব্যবস্থাপক আবুল হাসনাত জাবের, ছমির মুন্সির হাট শাখা ব্যবস্থাপক জিয়া উদ্দিন, কুমিল্লা জোলাল অফিস ব্যবস্থাপক ছারওয়াল আলম ও নোয়াখালী জোনাল অফিস ব্যবস্থাপক কাজী এনামুল হক প্রমুখ।
২০১৮ সালের জেএসসি পরীক্ষায় -৩২ জন, এসএসসি পরীক্ষায় ২৯ জন ও এইচ.এসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ মোট ৫৫ জন মেধাবী, গরীব শিক্ষার্থীকে ৭৫লাখ ২০০০ টাকা বৃত্তির টাকা ও সম্মানতা সনদপত্র তুলে দেন অতিথিরা।