নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “বঙ্গবন্ধু পুস্পকানন”র উদ্বোধণ করা হয়েছে।
শনিবার বিকেলে পলাশ ফুলের চারা রোপণের মাধ্যমে পুস্পকাননের উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, সংস্কৃতিজন এসএম ইকবাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, জেলা কালচারাল অফিসার হাসান রশীদ মাকসুদ, নাট্যব্যক্তিত্ব অনিমেষ সাহা লিটু উপস্থিত ছিলেন।