জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া-মিলাদ ও মানব ভোজ বিতরণ করা হয়েছে। শনিবার বাদ আসর সাহেবগঞ্জ পল্লী ভবনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আলহাজ¦ এবিএম রুহুল আমিন হাওলাদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ হাওলাদার, দুমকি উপজেলা ভাইস-চেয়ারম্যান এড. আল মামুন, থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল কালাম, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নুরুজ্জামান স্বপন গাজী, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলম মৃধা, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ। আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক জীবন তুলে ধরে কান্নাজড়িত কণ্ঠে সাবেক মহাসচিব আলহাজ¦ এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এরশাদ ছিলেন দেশের জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি দেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে সেবা করে গেছেন। তিনিও ও তার স্ত্রী রতনা আমিন এমপিও যেন আজীবন এরশাদের মত মানুষের সেবা করতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।