যশোরের মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার এড়েন্দা গ্রামবাসীর মাঝে এডিস মশা নিধনের ঔষুধ বিতরণ করা হয়েছে। ওই গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবার এডিস মশার আক্রমণের শিকার হয়েছে। মহামারী আকার ধারন করায় শনিবার বিকেলে উপজেলার এড়েন্দা গ্রামের বিল পাড়া এলাকায় এ ঔষুধ বিতরণ ও তা ছিটানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু আনছার আলী সরদার, প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ: সভাপতি জি.এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, নির্বাহী সদস্য গীতারানী কুন্ডু, সাংবাদিক ইলিয়াস হোসেন, হারুন অর রশিদ, ইউপি সদস্য রেজাউল ইসলাম প্রমূখ। ইতোমধ্যে গ্রামের ১’শ ৫৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে লালমিয়া (৫০), নুর ইসলাম (৪৫) ও রেবেকা বেগম (৫৫) নামের একজন গৃহবধূ মারা গেছেন।