কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরের দূর্গা পূজা উদযাপন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি চন্দ্র শেখর সাহা সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন সহ-সভাপতি কালীপদ পাল,সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, মন্দির কমিটির নেতা শংকর পাল, মদন সাহা অপু, শিবপদ চক্রবর্তী, উদয় শংকর সিংহ, উৎপল দে, সত্যজিৎ সাহা বুলু,চিত্তরঞ্জন দাশ, আশুতোষ মজুমদার, টিটো সাহা প্রমূখ। সভায় সর্বসন্মতিক্রমে উদয় শংকর সিংহ কে সভাপতি, সহ-সভাপতি শংকর পাল, শিবুপদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক উৎপল দে, যুগ্ন সম্পাদক আশুতোষ মজুমদার, টিটো সাহা ও কোষাধ্যক্ষ সত্যজিৎ সাহা বুলু কে করে দূর্গা পূজা উদযাপন কমিটি কমিটি গঠন করা হয়েছে।