কেশবপুরে উন্নত জাতের আমের চারা বিতরণ করেছেন কেশবপুৃর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। শনিবার সন্ধ্যায় দৈনিক ভোরের ডাক পত্রিকার উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উযপজেলা সিডিনয়র কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, মদনপুর সম্মিলনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম কেশবপুর পাইলট উচ্চমাধ্যমিকবিদ্যারয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, প্রভাষক সেলিম জাহাঙ্গীর, দৈনিক ভোরে ডাক পত্রিকার কেশবপুর প্রতিনিধি শাহিনুর রহমান।