চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আকর্ষণ এডেন হ্যাজার্ড। ১০০ মিলিয়ন ইউরো দিয়ে চেলসি থেকে তাকে নিয়ে এসেছে মাদ্রিদের ক্লাবটি। যদিও চোটের কারণে এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হয়নি এই তারকার। তবে রিয়াল সমর্থকদের জন্য খুশির খবর, অনুশীলনে ফিরেছেন বেলজিয়ান তারকা। ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব পূরণে হ্যাজার্ডকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছে রিয়াল। রোনালদোর রেখে যাওয়া ‘৭ নম্বর’ জার্সিই দেওয়া হয়েছে তার গায়ে। ভক্তরাও অপেক্ষায় আছেন এই ফরোয়ার্ডের পায়ের জাদু দেখার জন্য। কিন্তু অপেক্ষা শেষই হচ্ছে না। নতুন মৌসুম শুরু হলেও চোট মাঠের বাইরে রেখেছে তাকে। প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে ঊরুর চোটে পড়েন হ্যাজার্ড। এরপর থেকে তিনি মাঠের বাইরে। শুক্রবার তিনি ফিরেছেন রিয়ালের অনুশীলনে। অবশ্য এই সপ্তাহান্তের ম্যাচেও তাকে ছাড়াই খেলতে হবে মাদ্রিদের অভিজাতদের। রবিবার ভিয়ারিয়ারের মাঠে আতিথ্য নেবে রিয়াল। আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে পুরোপুরি ফিটের হ্যাজার্ডকে পাওয়ার প্রত্যাশা তাদের। দারুণ জয় দিয়ে লা লিগা মৌসুম শুরু করেছিল রিয়াল। সেল্তা ভিগোর মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরলেও পরের সপ্তাহে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করতে হয় রিয়াল ভায়াদোলিদের সঙ্গে। ১-১ গোলের ড্রয়ের পর সামনে নামতে যাচ্ছে ভিয়রিয়ালের বিপক্ষে। মৌসুমের শুরু থেকে চোট সমস্যা লেগেই আছে রিয়ালে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন মার্কো আসেনসিও। গোলরক্ষক থিবো কোর্তোয়া, হ্যাজার্ড, হামেস রোদ্রিগেস হয়ে সবশেষ চোটের মিছিলে যোগ দিয়েছেন ইসকো। এএস