পিরোজপুরের নাজিরপুরে জাতীয়পার্টি ও অংগসংগঠনের উদ্্েযাগে পার্টির অফিস কার্যালয় গতকাল শনিবার সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনা সভা মোঃ শাহ আলম লোকমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জ্যোতিষ চন্দ্র হালদারের পরিচালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা পলীøবন্ধু হুসাইন মোহাম্মাদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, এরশাদ সাবেক সেনা প্রধান, সাবেক প্রেসিডেন্ট ও জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমান সরকারের শরীক দল হিসেবে চার বার এই দলকে ক্ষমতায় নিয়েছেন কিন্তু দুক্ষের বিষয় এরশাদের মৃত্যুর পরে বর্তমান সরকার এক ঘন্টার জন্যও শোক পালন করেন নাই। উল্ট ভাবে গত ৩০ আগাষ্ট বর্তমান প্রধান মন্ত্রী নিজেই এরশাদের সমালচনা করেন। জীবিত থাকতে তিনি সমালচনা না করে মৃত্যুর পরে তার সমালচনা করলেন এটাই দুক্ষ তিনি জীবিত থাকলে হয়তো বা এর জবাব দিতেন।