নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সেনবাগে আলোচনা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সেনবাগ জেলা পরিষদ অডিটোরিয়ামে েেসনবাগ থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মঞ্জুর মোরশেদের সঞ্চলনা এবং মাঈন উদ্দিন ফারুকের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের এম.পি আলহাজ¦ মোরশেদ আলম, বিশেষ অতিথি নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) তন্ময় দাস, নোয়াখালী পুলিশ সুপার (এস.পি) মোঃ আলমগীর হোসেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ শাহাজাহার শেখ, সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম দিপু, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম জসিম, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, রেজিয়া বেগম বকুল, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, অৎুনতলা ইউনিয়নের চেযারম্যান আবদুল ওহাব,,আওয়ামীলীগ নেতা আলী আক্তাস রতন, উপজেলা যুবলীগ আহ্বায়ক আ.স.ম. জাকারিয়া আল মামুন, সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী আবদুল আউয়াল, ছাত্রলীগ নেতা ফিরোজ আলম রিগান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরী পরিয়ে দেন এবং ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।