টেকসই পর্যটন বিকাশের লক্ষে বাংলাদেশে ও অস্ট্রিয়া দুই দেশের বেসরকারী প্রতিষ্ঠানের মধ্যে গত ২৮ আগস্ট অস্ট্রিয়ার গ্রাজ শহরের শিল্পকলা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সমঝতা স্বারক অনুষ্ঠিত হয়। সমঝতা স্বারকে অস্ট্রিয়ার পক্ষে গেইন এ- সাসটেইন অর্গানাইজেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা শিফার ও বাংলাদেশের পক্ষে বাংলাদেশ অস্ট্রিয়া ফ্রেন্ডশীপ ট্রাভেলস এর চেয়ারম্যান ড. মুহাম্মদ শরিফুল ইসলাম স্বাক্ষর প্রদান করেন। সমঝতা স্বারকে দুই দেশের মধ্যে পর্যটন ক্ষেএে সু-সম্পর্ক গড়ে তোলা, টেকসই পর্যটন বিষয়ে শিক্ষা, প্রশিক্ষন প্রদান, দুই দেশের মধ্যে যৌথভাবে ইকো-ট্যুর আয়োজন ও বিস্তার এইসব বিষয়ে অঙ্গীকার করা হয়। উল্লেখ বাংলাদেশ অস্ট্রিয়া ফ্রেন্ডশীপ ট্রাভেলস এর প্রধান কার্যালয় ঢাকার উত্তারা ৩নং সেক্টর এর ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের ১২ তলায় অবস্থিত।